প্রেমে বাজেটের বাধা, বাড়ছে চকলেট-লিপস্টিকের দাম

প্রেমে বাজেটের বাধা, বাড়ছে চকলেট-লিপস্টিকের দাম

নারীর ঠোঁটের সৌন্দর্য বাড়িয়ে তোলে লিপস্টিক। রূপসজ্জার অন্যতম এই অনুসঙ্গ ছাড়া অনেকের যেন চলেই না। শখ-সাধ্যের মধ্যে প্রায় সব বয়সী নারীর মেকআপ বক্সে থাকে লিপস্টক। তবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়ছে এই প্রসাধনীর দাম। শুধু তাই নয়, প্রেমিকার রাগ-অভিমান ভাঙানো চকলেটের দামও বাড়ছে এবার।

সোমবার (২ জুন) বিকেলে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম।

প্রস্তাবিত বাজেটে বহু পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। শুল্কায়নের ন্যূনতম মূল্য চার ডলার থেকে বাড়িয়ে করা হচ্ছে ১০ ডলার। ফলে বাড়তে পারে আমদানি করা সব ধরনের চকলেটের দাম। তবে সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে করা হচ্ছে ৫ শতাংশ। এতে দাম কমতে পারে আইসক্রিমের দাম। 
 
এছাড়া নারীদের রূপসজ্জার অন্যতম অনুসঙ্গ লিপস্টিক আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে শুল্ক ২০ ডলার থেকে বাড়িয়ে করা হচ্ছে ৪০ ডলার। আর এসবের দাম বাড়লে খরচ বাড়বে প্রেমিকের। স্বামীদেরও গুনতে হবে বাড়তি টাকা।