চট্টগ্রামে খোলা ড্রেনে শিশুর মৃত্যুর ঘটনায় রিট

চট্টগ্রামের কাপাসগোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে ছয় মাসের শিশু শেহরিশের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একইসঙ্গে শিশুটির মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
বুধবার (৪ জুন) জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
এতে বলা হয়, নগর পরিকল্পনা-অবকাঠামো ব্যবস্থাপনায় চরম গাফিলতি ও দায়িত্বে নিয়োজিতদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের উদাসীনতা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রতিশ্রুত নাগরিকের জীবনের অধিকার-নিরাপত্তা লঙ্ঘন করে।
রিটে খোলা ড্রেন ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় সব খোলা ড্রেন, খাল ও ঝুঁকিপূর্ণ জায়গার তালিকা প্রস্তুত করে একটি পরিকল্পনা দাখিল করার পূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান বলেন, 'মাত্র ছয় মাসের শিশুর এমন করুণ মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, আমাদের নগর ব্যবস্থাপনার এক ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি। খোলা ড্রেন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অথচ দায়ী সংস্থাগুলোর নির্লিপ্ততা বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। আমি এই রিটের মাধ্যমে শুধু একটি পরিবারের জন্য ন্যায়বিচার চাইছি না। বরং আমি চাইছি একটি টেকসই ও মানবিক নগর পরিবেশ। যেখানে কোনো শিশুর জীবনযের আর এভাবে ঝরে না পড়ে।'