বিগ বসের প্রতিযোগীরা কে কত টাকা নিচ্ছেন

বিগ বসের প্রতিযোগীরা কে কত টাকা নিচ্ছেন

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এক এক করে ১৯তম সিজনে এসে ঠেকেছে শো-টি। বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় এই শো সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ঝগড়া, রাজনীতি আর টাস্কই নয়, দর্শকদের কৌতূহলের বড় অংশ জুড়ে থাকে—প্রতিযোগিরা আসলে কত পারিশ্রমিক পান?

যদিও প্রযোজক সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেল কখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে না। তবুও বিভিন্ন সংবাদমাধ্যম ও বিনোদন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন থেকে আভাস মেলে প্রতিযোগিদের আয়ের অঙ্ক সম্পর্কে।

সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত তারকারা

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, এবারের মৌসুমে অংশ নেওয়া ১৭ প্রতিযোগির মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা গৌরব খান্না। তার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ১৭.৫ লাখ রুপি। যা দৈনিক হিসাবে দাঁড়ায় প্রায় আড়াই লাখ রুপি।

তার পরেই রয়েছেন সংগীত পরিচালক ও গায়ক আমাল মালিক। জানা গেছে, তিনি সপ্তাহে পাচ্ছেন প্রায় ৮.৭৫ লাখ রুপি, অর্থাৎ প্রতিদিন তার হাতে আসছে গড়ে ১ লাখ ২৫ হাজার রুপি।

মধ্যম সারির প্রতিযোগিরা

এবারের শো’তে তরুণ তারকাদের মধ্যে অন্যতম আশনূর কৌর। এই অভিনেত্রীর সাপ্তাহিক পারিশ্রমিক বলা হচ্ছে প্রায় ৬ লাখ রুপি। দৈনিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ৮৫ হাজার টাকা।

একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর আভেজ দরবার। যদিও গত সপ্তাহেই তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। অবশ্য চার সপ্তাহ অতিবাহিত হওয়া এই শো থেকে ইতোমধ্যেই ছিটকে পড়েছেন আভেজসহ পাঁচজন।

নতুন মুখ ও কম জনপ্রিয়দের পারিশ্রমিক

সব প্রতিযোগিই যে লাখ লাখ টাকা পান, এমন নয়। বিনোদন সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন বা কম পরিচিত মুখদের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় এক লাখ রুপির মধ্যে সীমাবদ্ধ থাকে। দৈনিক হিসাবে যা দাঁড়ায় প্রায় ১৪ থেকে ১৫ হাজারে।

কেন পারিশ্রমিকের এত তারতম্য?

বিগ বস শো’তে কার কত পারিশ্রমিক হবে, তা মূলত নির্ভর করে তার জনপ্রিয়তা, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, আগের কাজের অভিজ্ঞতা এবং চ্যানেলের প্রত্যাশার ওপর। বড় তারকারা দর্শক টানার জন্য বেশি পারিশ্রমিক পান, অন্যদিকে নতুন প্রতিযোগিরা সুযোগের বিনিময়ে তুলনামূলক কম টাকা নিয়ে অংশ নেন।

আনুষ্ঠানিক ঘোষণা নেই

তবে মনে রাখতে হবে, এই সমস্ত অঙ্কই সংবাদমাধ্যমের প্রতিবেদন ও গুঞ্জন নির্ভর। শো–এর প্রযোজক বা সম্প্রচারকারী চ্যানেল কখনোই আনুষ্ঠানিকভাবে কার কত পারিশ্রমিক তা প্রকাশ করে না। তাই এগুলোকে নিশ্চিত তথ্য না ভেবে, বরং আভাস হিসেবে দেখা উচিত।

দর্শকদের কাছে বিগ বস মানেই বিনোদনের দুনিয়ায় এক আলাদা উন্মাদনা। কিন্তু তার আড়ালে পারিশ্রমিকের এই বিপুল অঙ্কই প্রমাণ করে, শুধু টিভি স্ক্রিনে আলোড়ন তোলাই নয়, অর্থনীতির দিক থেকেও বিগ বস এখনো ভারতের টেলিভিশনের সবচেয়ে বড় ‘গেম’ শো।