গাইবান্ধায় বাসচাপায় নিহত ৩

গাইবান্ধায় বাসচাপায় নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটোচালক গনি মিয়া, সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল।

স্থানীয়রা জানায়, ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু বলেন, মরদেহ থানায় নেয়া হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।