নিরপেক্ষতা হারিয়েছে উপদেষ্টা পরিষদ: ইশরাক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
শুক্রবার দুপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, উপদেষ্টাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, তাহলে পদত্যাগ করে রাজনীতি করেন। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না। নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এখানে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গেও মাঠেও থাকবো।