কোরবানি দিতে গিয়ে ঢাকায় আহত ৭৭

কোরবানি দিতে গিয়ে ঢাকায় আহত ৭৭

রাজধানীতে কোরবানি দিতে দিয়ে অস্ত্রের আঘাতে ৭৭ জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে এ ঘটনা ঘটে।

এদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাজধানীসহ আশপাশের এলাকা থেকে চিকিৎসা নিতে এসেছেন ৭৭ জন। গুরুতর হওয়ায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

চিকিৎসকরা জানান, কোরবানি দেয়ার সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অথবা পশু পরিবহনের সময় গরু বা বড় সাইজের খাসির লাথি-গুঁতো খেয়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন।

ঈদুল আজহা এলেই পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অনেকেই ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।