গাজায় ইসরায়েলি হামলায় ৭৫ প্রাণহানি

গাজায় ইসরায়েলি হামলায় ৭৫ প্রাণহানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনে গাজায় ইসরায়েলি হামলায় ৭৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ১০০ জন।

রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা। 

নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য। পরিবারটির গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায় বসবাস ছিল। এছাড়া গাজা শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। এটিকে ‘পূর্ণাঙ্গ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। শনিবারের হামলায় অন্তত ৮৫ জন ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

তিনি বলেন, এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। শনিবার নিহতদের সবাই বেসামরিক। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী-শিশু রয়েছেন।

এদিকে, গাজার দক্ষিণে অবরুদ্ধ খান ইউনিসে আল-আমাল হাসপাতাল এখন ‘পৌঁছানোর অযোগ্য’ বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট। 

তারা বলছে, আশপাশের এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।