স্বরাষ্ট্র উপদেষ্টা
পরোয়ানা না থাকায় আবদুল হামিদকে গ্রেফতার করা হয়নি
পরোয়ানা না থাকায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, 'যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেফতারের প্রশ্নই আসে না। তবে কোনো অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'
থাইল্যান্ডে চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার মধ্য রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।
ফ্লাইটটি (টিজি ৩৩৯) অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট-লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নৌশাদ খান।