ক্রিকেটকে বিদায় জানানোর কারণ জানালেন ক্লাসেন

ক্রিকেটকে বিদায় জানানোর কারণ জানালেন ক্লাসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হেনরিখ ক্লাসেন। ৩৩ বছর বয়সে তারকা উইকেটরক্ষক ব্যাটারের এমন সিদ্ধান্তের কারণ জানতে ভক্তদের কৌতুহলের কমতি ছিল না। এবার সব কৌতুহল দূর করলেন ক্লাসেন নিজেই। জানালেন, প্রধান কোচ রব ওয়াল্টার সরে দাঁড়ানোয় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে না থাকাটাও অবসরের একটা কারণ বলে জানিয়েছেন ক্লাসেন।

অবসর প্রসঙ্গে ক্লাসেন বলেন, ‘অনেক দিন ধরেই অনুভব করছিলাম, দল জিতুক বা হারুক সেটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না। ক্রিকেটার হিসেবে এটা ভালো কথা নয়। বিষয়টি নিয়ে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির আগে আমি ওয়াল্টারের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে যা হচ্ছে তাতে আমার ভালো লাগছে না। আমি উপভোগ করছি না।’

তারকা ক্রিকেটার আরও বলেন, ‘আমি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ওয়াল্টার যখন দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন এবং ক্রিকেট সাউথ আফ্রিকার চুক্তি আমার সাথে যায়নি তখন অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়।’