সেই নীলার গন্তব্য এখন জার্মানি!

সেই নীলার গন্তব্য এখন জার্মানি!

মাস কয়েক ধরেই দেশে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে নীলা ইসরাফিল। জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতা সারোয়ার তুষারকে ঘিরে সামনে আসেন এই নারী। যদিও আগে থেকেই নিজের পারিবারিক ইস্যুতে শিরোনামে ছিলেন বিভিন্ন গণমাধ্যমে। তবে ৫ আগস্ট পরবর্তী তুষারকে জড়িয়ে তার একেকটি বিস্ফোরক মন্তব্য নিয়ে সবচেয়ে বেশি সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। অবশেষে নিজেই ঢাকা ছেড়েছেন নীলা।

গত বুধবার (৬ আগস্ট) জার্মানির উদ্দেশে একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছে প্রশাসনের একটি সূত্র।  তবে নীলার বক্তব্য মেলেনি।

এদিকে গতকালও এনসিপি নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সদস্য নীলা ইসরাফিল। তার অভিযোগ, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় রশিদে স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখেছেন সারোয়ার।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা এক পোস্টে এমনটা দাবি করেন নীলা।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি নীলা ইসরাফিল। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে।’

নীলা লিখেছেন, ‘এটা কোনো “ভুল” নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটা আমার মানবাধিকার লঙ্ঘন।'