ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ প্রাণহানি

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ প্রাণহানি

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩৩ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা কর্মকর্তাদের। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পরই এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান।

বিমানটি আছড়ে পড়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিমানটি আছড়ে পড়েছে বলে জানা গেছে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ছাত্রাবাসে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। এরই মধ্যে একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।

সূত্র: নিউজ-১৮