শুদ্ধি অভিযানে নামছে বিএনপি

শুদ্ধি অভিযানে নামছে বিএনপি

রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বিএনপির বিরুদ্ধেও ক্ষোভ দেখা দিয়েছে অনেকের। তবে দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে ‘নোংরা রাজনীতির চর্চা’ বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

বিএনপির নেতাকর্মীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ক্রমশ বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দলের জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে একটি ‘শুদ্ধি অভিযান’ চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের কথা জানিয়েছে সরকার।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের কথা জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।

নিহত ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠন যুবদল জানিয়েছে, তারা এ ঘটনায় পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এমন তিনজনকে আসামির তালিকায় রাখা হয়নি বলেও তাদের অভিযোগ।

এদিকে, এ ঘটনার পর বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে ‘প্রচার’ চলছে, বিক্ষোভ মিছিল হয়েছে। আবার বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাস ও মিছিলের স্লোগানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির ভেতরে।

ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও র‍্যাব। যদিও এ ঘটনার পর ‘চাঁদাবাজি’র অভিযোগও আলোচনায় এসেছে। এক সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক জানান, মিটফোর্ডের ঘটনার মূল তদন্ত ঢাকা মহানগর পুলিশ করলেও শুক্রবার থেকে ছায়া তদন্ত শুরু করেছে র‌্যাব।