কক্সবাজারে অজানা ভাইরাসে বাড়ছে আতঙ্ক

কক্সবাজারে অজানা ভাইরাসে বাড়ছে আতঙ্ক

কক্সবাজারে ছড়িয়ে পড়েছে অজানা ভাইরাস। বিষাক্ত এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ। জেলার উখিয়া-টেকনাফে সবচেয়ে দেখা দিয়েছে এ রোগ। ছড়িয়েছে রোহিঙ্গা ক্যাম্পেও। ৮০ শতাংশ মানুষই ভুগছেন অজানা ভাইরাসে।

এটি কোনো নতুন ভাইরাস হতে পারে বলে জানিয়েছেন কক্সবাজারের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহাজাহান নাজির।

তিনি বলেন, রোগীর শরীরে প্রচণ্ড জ্বর, মারাত্মক গিরা ব্যথা, লাল রেশ, রক্তের প্লাটিলেট কাউন্ট ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার মধ্যে নেমে আসছে। চিকনগুনিয়া টেস্ট করলে সেটাও নেগেটিভ আসছে।

কক্সবাজারের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজারের মতো মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। সাধারণত এ ধরনের রোগী অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে বেশি দেখা যায়। এই রোগ মশাবাহিত নাকি কোনো নতুন ভ্যারিয়েন্ট তা জানা নেই।