লৌকিকতার রাজনীতি নয়, কাজ করতে হবে মানুষের কল্যাণে: প্যারিসে চাকসু মামুন

লৌকিকতার রাজনীতি পরিহার করে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। প্যারিসে সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
চাকসু মামুন বলেন, আমরা অনেকেই লোক দেখানোর রাজনীতি করতে গিয়ে ন্যায্য অধিকার থেকে সাধারণ জনগণকে কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত করি। তবে এই লৌকিকতার রাজনীতি সবার আগে আমাদের পরিহার করতে হবে। তাহলেই মূল লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এছাড়া আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে মানুষের দুয়ারে যেতে হবে। আমরা আগামীর বাংলাদেশে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যেতে চাই। এজন্য প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদেরও পাশে থাকতে হবে।
এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আম্বিয়া ও জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ রহিম, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, সাবেক সহ-সভাপতি তাসলিম উদ্দিন মাস্টার, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেক, ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমেদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, ফ্রান্সের বিষিষ্ট ব্যাবসায়ী হেলাল আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা শিব্বির আহমেদ ও যুবদল নেতা লায়েক আহমেদ তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা শরীফ আহমেদ, ইকবাল হুসাইন, ফরহাদ আহমেদ, ওলিউর রাহমান, ফাহাদ রেজা, মাসুদুর রাহমান মাসুম, রাহেল আহমেদ, দিলাল আহমেদ, মামুন আহমেদ, সেলিম আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতেই ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির বিদেহী আত্মার মাগফেরতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আহমেদ মালেক। এতে ফ্রান্সে বসবাসরত কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ১৫০ জনেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।