চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। তিনি জানান, নুসরাতের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা রয়েছে। মামলা থাকায় তাকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এরপর ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

ফারিয়াকে আটক নাকি গ্রেফতার দেখানো হচ্ছে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, মামলা আছে। তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু সেটি পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত আটক দেখানো হয়েছে।