কুশাল মেন্ডিসকে ফেরালেন মেহেদী
তাসকিনের পর শেখ মাহেদীর সাফল্য। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান তাসকিন আহমেদ। আরেক ওপেনার কুশাল মেন্ডিসকে ফেরান মাহেদী। দুজনেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলংকান দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।
ইনিংসের প্রথম ওভারে ৮ রান খরচ করেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করেন স্পিনার নাসুম আহমেদ। তৃতীয় ওভারে প্রথম তিন বলে তিন রান খরচ করা শরীফুল; পরের তিন বলে বাউন্ডরি হজম করেন।
তৃতীয় ওভারে ১৫ রান আদায় করে নেয় শ্রীলংকা। চতুর্থ ওভারে ৮ রান খরচ করেন নাসুম। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। সেই ওভারে তিনি ৮ রান খরচ করে এক উইকেট নেন। নিশাঙ্কার বিদায়ে ৫ ওভারের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪৪ রান।
এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
সর্বশেষ ম্যাচের দুজন বাদ দিয়ে শ্রীলংকার বিপক্ষে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। জয়ের লক্ষ্যে আজ পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়েছে বাংলাদেশ।
শ্রীলংকার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে। তিনি আমিরাত থেকে দেশে ফিরে বাবার শেষ যাত্রায় অংশ নেন। আজ সকালে আমিরাতে ফিরে রাতেই মাঠে নেমে পড়েছেন দুনিত ভেল্লালাগে।