সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম ওরফে বাদল নামে এক বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে।

রোববার (২২ জুন) দুপরে উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, জামছড়ি সাপমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে গিয়েছিলেন চোরাকারবারী চক্রের সদস্যরা। এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে আরাফাতুলের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে কিশোরের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।