ঘরে দুই মাসের শিশুর গলাকাটা লাশ, বাবা হাসপাতালে

ঘরে দুই মাসের শিশুর গলাকাটা লাশ, বাবা হাসপাতালে

সিলেটে দুই মাসের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় শিশুটির বাবা সিএনজিচালিত অটোচালক আতিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলা বাজারসংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইনায়া রহমান।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার শেষে স্ত্রী-সন্তানসহ ঘুমিয়ে পড়েন আতিকুর রহমান। বিকেলে হঠাৎ তাদের বাসা থেকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। তারা গিয়ে দেখেন আতিকুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার পাশে দুই মাসের শিশু ইনায়ার গলাকাটা নিথর দেহ। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বাবা-মেয়েকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতিকুর রহমান বর্তমানে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।