যুক্তরাজ্যে ম্যান'স ডাবল ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৫ আগস্ট

যুক্তরাজ্যে ম্যান'স ডাবল ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৫ আগস্ট

নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের হাল নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যান'স ডাবল ন্যাশর ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগামী ৫ আগস্ট দিনব্যাপী এ আয়োজন করছে কিংস্টন হাল ব্যাডমিন্টন ক্লাব।

যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট ব্যাডমিন্টন ফেডারেশনের (আইবিএফ) নিয়মে বিভিন্ন ক্যাটাগরির খেলোয়াড়রা এতে অংশ নেবেন। 

নগরীর দুটি সনামধন্য ভ্যানুতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করছে হাল সিটি কাউন্সিল। 

কিংসটন হাল ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক হুমাযুন আহমেদ জানান, আইবিএফইউকের ক্যাটাগরিতে নগরীর দুটি ভ্যানুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইউনিভার্সিটি অব হালের আলম স্পোর্টস সেন্টারে দুুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা এবং দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত হাল ব্যাডমিন্টন সেন্টারে টুর্নামেন্ট চলবে।

খেলা দেখতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, খেলা দেখতে ক্লাবের পক্ষ থেকে সব ধরনের সুব্যবস্থা করা হবে।

টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ক্যাটাগরিতে দল পূর্ণ হয়ে গেছে। তবে ডি ও লোয়ার ডি এবং সিঅ্যান্ডসি ক্যাটাগরিতে দ্বৈত টিম পূর্ণ হতে কয়েকটি আসন খালি রয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে জুটির নাম অন্তর্ভুক্ত করা হবে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ টুর্নামেন্টে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।  টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জুটি পুরস্কার হিসেবে পাবে ৫০০ পাউন্ড ও ট্রফি, রানার্সআপ জুটি ২৫০ পাউন্ড ও ট্রফি, সেমিফাইনালে উত্তীর্ণ জুটি পাবে ট্রফি।

খেলায় এন্ট্রি ফি হিসেবে ৬০ পাউন্ড এবং ১৭ বছর বয়সী বা তার নিচের বয়সের খেলোয়াড়রা ১৫ পাউন্ড জমা দেবেন।