ইসরায়েলের হামলায় ২১ প্রাণহানি

গাজায় ইসরায়েলি হামলায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছেন। শনিবার ভোর থেকে এসব ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
এক প্রতিবেদনে জানায়, আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন আটজন ফিলিস্তিনি। অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অনেকেই এখানে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।
শনিবার সারারাত ধরে গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এছাড়া গাজা সিটির উত্তরপশ্চিমে একটি স্কুলে বিমান হামলা চালায় দেশটি। যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এতে দুই ফিলিস্তিনি নিহত ও আরো বেশ কয়েকজন আহত হন।
এছাড়া নেতজারিম ত্রাণ শিবিরে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনা সদস্যরা। এতে ১০ জন আহত হন। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল-বালাদে দুই বাড়িতে গোলাবর্ষণ করে তারা। এতে আটজন আহত হন।
এদিকে, শুক্রবার ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনারা স্বীকার করেছেন যে, গাজায় ত্রাণ শিবিরে সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজার ৩০০ জনের বেশি।
গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।