বাহরাইনের জালে বাংলাদেশি মেয়েদের ৭ গোল

ফিফা র্যাংকিংয়ে ৯২তম দল বাহরাইন। আর র্যাংকিংয়ের ১২৮তম দল বাংলাদেশ। দুদলের মধ্যে র্যাংকিংয়ের ব্যবধানটা ৩৬ ধাপের। তাই যেন অসম আর এক পেশে এক লড়াইয়ের চিত্রনাট্য ভাসছিল ফুটবলপ্রেমীদের চোখে। সবাই ধরেই নিয়েছিলেন, মাঠের লড়াইয়ে অগ্নি পরীক্ষাই দিতে হবে দেশের মেয়েদের। বাস্তবে হলো উল্টোটা। বাংলাদেশের মেয়েরাই উল্টো কঠিন পরীক্ষা নিয়েছে বাহরাইনের মেয়েদের।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী দলটির বিপক্ষে পরীক্ষা দিতে নেমে বাংলাদেশ নারী দল তো প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করলো। ম্যাচজুড়ে বীরত্ব দেখিয়েছে তহুরা-ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। গোল বৃষ্টি ঝরিয়ে দেশের মেয়েরা ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষ বাহরাইনকে। বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে না পেরে রীতিমতো ৭-০ গোলে উড়ে গেল বাহরাইন। তাতে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের শুরুটা দাপুটে জয়ের রঙে রাঙাল দেশের মেয়েরা।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের প্রথমে এগিয়ে দেন শামসুন্নাহার জুনিয়র। পাঁচ মিনিট না যেতেই গোল ব্যবধান দ্বিগুণ করে পেলেন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধ শেষের মিনিট পাঁচেক আগে কোহাতি কিসকু গোল ব্যবধান নিয়ে যান ৩-০ তে। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ ও ৪৫+৪ মিনিট) নিজের জোড়া করেন ফেলেন তহুরা খাতুন। তাতে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
প্রথমার্ধে গোল উৎসব হলে বিরতির পর আর তেমনটা দেখা যায়নি। বাহরাইন তাদের রক্ষণভাগের শক্তি বাড়িয়ে নেয়। তবুও আরও দুটি গোল হজম করতে হয়েছে প্রতিপক্ষ দেশটিকে। ম্যাচের ৬০ মিনিটে শামসুন্নাহার জুনিয়র নিজের জোড়া গোল পূর্ণ করেন। লড়াইয়ের ৭৫ মিনিটে মুনকি বাংলাদেশকে উপহার দেন সপ্তম গোল। এরপরও গোলের জন্য হন্যে হয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু চেষ্টা করেও জয়ের ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।
টুর্নামেন্টে ২ জুলাই বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে মিয়ানমারের বিপক্ষে। আর তুর্কিমেনিস্তানকে আফঈদারা মোকাবিলা করবে ৫ জুলাই।