সেই সোহাগের আর কিছু চাওয়ার নেই

ফ্রিজিয়ান জাতের প্রায় ৩৫ মণ ওজনের একটি গরু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়েছিলেন পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা। তবে তাকে পরামর্শ দেন বেগম জিয়া। পরে ষাঁড়টি নিজ এলাকায় নিয়ে ফেরেন এই কৃষক।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’র সামনে ষাঁড়টি নিয়ে পৌঁছান সোহাগ। সেখানে পৌঁছানোর পর তাকে আমন্ত্রণ জানানো হয়। তাকে আপ্যায়নসহ ঈদ উপহার দেওয়া হয়। তার সঙ্গে অন্যরাও ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ফিরোজার সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া উপহার গ্রহণ করেছেন। ম্যাডামের অনুরোধ এটি (গরু) উনি (সোহাগ মৃধা) নিয়ে গিয়ে উনার এলাকায় নিজের পছন্দমতো বা আমাদের দলের নেতাকর্মীদের ও এলাকার মানুষদের নিয়ে কোরবানি দেন, সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি। কারণ ম্যাডাম এখানে একা আছেন। ফলে এত বড় একটা গরু কোরবানি এখানে সম্ভব না। কিন্তু ম্যাডাম উনার (সোহাগ মৃধা) যে মনের আকুতি, অনুভূতি ও আবেগ, সেটিকে গ্রহণ করেছেন।'
সোহাগের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী। তিনি ও তার পরিবারের সদস্যরা ছয় বছর ধরে লালন-পালন করেছেন কালো রঙের ষাঁড়টি। এটির নাম রেখেছেন ‘কালো মানিক’।
ষাঁড়টি নিয়ে শুক্রবার সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেন সোহাগ। তিনি বলেন, আমার আর কিছু চাওয়া-পাওয়া নেই। আমার উপহার বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন। আবার আমাকেই উপহার হিসেবে ফেরত দিয়েছেন।