সোহাগের পরিবারের পাশে তারেক রহমান

সোহাগের পরিবারের পাশে তারেক রহমান

রাজধানীর মিটফোর্ড এলাকায় হামলায় ভাঙারি ব্যবসায়ী নিহত সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় সোহাগের পরিবারের খোঁজখবর নিতে প্রতিনিধিদল পাঠান তিনি। এছাড়া তার পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি।

মণি বলেন, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার ও তার ভাড়াটে লোকজনই সোহাগকে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও এমন তথ্য উঠে এসেছে। আমি এই নৃংশস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, একটি মহল অত্যন্ত সুকৌশলে মিটফোর্ডের একটি ব্যবসায়িক দ্বন্দ্বকে চাঁদাবাজি বলে প্রচারের চেষ্টা করেছে। মহলটি অত্যন্ত পরিকল্পিতভাবে ও অত্যন্ত সুচারুভাবে নৃশংস এই হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। যারা এটি করেছে, তারা দেশে সময়মতো একটি নির্বাচন হোক তা চায় না।