ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা
২৪২ আরোহীর কেউই বেঁচে রইল না

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর কেউই বেঁচে নেই। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভি।
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পরই এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ প্রাণহানি
বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান।
এদিকে, বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন: ২৪২ যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত
তিনি বলেন, আমরা অনেক মানুষকে হারিয়েছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।