লন্ডনে বোরকা পরায় মাকে কটূক্তি, প্রতিবাদ করায় রক্তাক্ত ছেলে

লন্ডনে বোরকা পরায় মাকে কটূক্তি, প্রতিবাদ করায় রক্তাক্ত ছেলে

লন্ডনে বোরকা পরা নিয়ে মাকে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় বখাটেদের হামলার শিকার হয়েছেন ইখতি নামে বাংলাদেশি এক তরুণ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে লন্ডনের হিথ্রো এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় থাকে বাংলাদেশি এই পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরা দেখে বাংলাদেশি নারীর দিকে বাজে মন্তব্য করেন এক ব্যক্তি। এতে পাশে থাকা ছেলে প্রতিবাদ করেন। কিন্তু ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বেইজ বল ব্যাট দিয়ে ছেলেটির মাথায় আঘাত করতে থাকেন। একইসঙ্গে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেন। এ সময় কয়েকজন লোক এগিয়ে এসে মা-ছেলেকে বাঁচান। তবে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যান হামলাকারী।

আত্মীয় সুমনা সুমি জানান, সেদিন মাকে বাংলাদেশ থেকে আনতে হিথ্রো গিয়েছিলেন ইখতি। ফেরার পথে কিছু খেতে গাড়ি থামানো মাত্রই তারা আক্রমণের মুখে পড়েন। হামলার সময় ইখতির ছোট ভাইও ঘটনাস্থলে ছিলেন। চিকিৎসা শেষে ইখতি এখন বাসায় ফিরেছেন। তবে এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। এরই মধ্যে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় বাঙালি কমিউনিটিতে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।