গোপালগঞ্জে সংঘর্ষে ৩ জন নিহত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার সকাল থেকে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, এখন পর্যন্ত চারজনের লাশ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত অনেকে চিকিৎসা নিলেও সঠিক সংখ্যা জানা যায়নি।
এদিকে, সকাল থেকেই উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশ-ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নেতাদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। বর্তমানে কারফিউ চলছে এ জেলায়। রাত ৮টা থেকে কার্যকর হয় এই কারফিউ।