র‌্যাব কর্মকর্তা সোহায়েলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

র‌্যাব কর্মকর্তা সোহায়েলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

অপহরণ-গুমের মামলায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার দেখিয়েছে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৮ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। 

এদিন সকালে সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এর আগে, র্যাবের এই সাবেক কর্মকর্তাকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত ১৫ এপ্রিল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

জানা গেছে, ২০১২ সালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্রশিবিরের কর্মী গোলাম মর্তূজা নিহিমকে তুলে নিয়ে যায় র‌্যাব। পরে আয়নাঘরে নিয়ে ৪৭ দিন আটকে রাখা হয়। সোহায়েলের নির্দেশে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ ও র‌্যাবের সাবেক ডিজি হারুন অর রশীদের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

ইশতিয়াককেও আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করতেন তিনি। পরে এসব তথ্য পুলিশ-র‍্যাব ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দিতেন। গত ২৯ এপ্রিল রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রাজধানীর গাবতলীতে গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এসএম মায়নুলের সঙ্গে সাবেক  শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে। আগামী ১৫  সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। যুবলীগ নেতা সাদ্দাম হোসেনকেও একইদিন হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।