তারকা শিল্পীদের প্রার্থনায় মাইলস্টোন

আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এতে আহত হন দেড় শতাধিক শিক্ষার্থী ও এখন পর্যন্ত ১৯ জনের নিহতের খবর পাওয়া গেছে। ফলে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।
চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
কণ্ঠশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পথচারী এবং বিমানের সাথে সংশ্লিষ্ট পাইলট ও সম্পৃক্ত সকলের জন্য আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।’
অপু বিশ্বাস লিখেছেন, ‘স্কুল ছুটির সময় দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি ভবনের ওপর ভেঙে পড়ে বিমানটি। যেখানে ছোট ছোট শিশুদের ক্লাস চলত। অনেকেই পুড়ে গেছে, আহত হয়েছে। এই সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। এখন আমাদের দায়িত্ব—তাদের পাশে দাঁড়ানো।’
অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’ নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন ফেসবুকে লিখেছেন, ‘একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে দিয়াবাড়িতে। কোমলমতি শিশুদের নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি। কোনো মায়ের বুক যেন খালি না হয়।’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম... আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর? আহা রে..., ওরা তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ!’
অভিনেতা জিয়াউল হক পালাশ সবার কাছে আবেদন রেখে বলেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’
অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো।’
গায়িকা পড়শি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। সকল শিক্ষার্থীসহ যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য প্রার্থনা করছি।’