খাদে গরুবাহী ট্রাক, প্রাণ গেল ২ ব্যবসায়ীর

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় ও খাগজানা মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার পশ্চিম আব্দাল গ্রামের রশিদুল ইসলামের ছেলে রফিক হোসেন ও মধুপুর গ্রামের কফিল উদ্দিনের মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন-অর রশীদ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুটি গরু মারা গেছে। ১২টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।