জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্যারিসে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্যারিসে ফ্রান্সে বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ শিরোনামে আলোকচিত্রসহ ভিডিও প্রদর্শনী হয়েছে।
সোমবার (৪ আগস্ট) প্যারিসের ১৬তম এরোন্ডিসমেন্টের টাউন হলে এ আয়োজন করা হয়। এতে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি, সাংস্কৃতিক সংগঠক, রাজনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
প্রদর্শনীতে ২০২৪ সালের ছাত্র-জনতার গণজাগরণ, আন্দোলন ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এছাড়া পোস্টার-আলোকচিত্র ও সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আন্দোলনের দৃশ্য, শহীদদের স্মৃতিসহ গণমানুষের ঐক্য দেখানো হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন দূতাবাসের দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। আলোচনায় অংশ নেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এমএ তাহের, কমিউনিটি সংগঠক ইমরান আহমদ ও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পাঠানো বার্তা পড়ে শোনানো হয়। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের ইতিহাস যেমন মূল্যবান, তেমনি বর্তমান সময়ে গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ও সামাজিক ঐক্য আরও জরুরি হয়ে উঠেছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার এম তালহা বলেন, এই ঐতিহাসিক স্মৃতির মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
আলোচনার পর রাষ্ট্রদূত ও অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র মো. আরিফ উল্লাহ, সহ-সমন্বয়ক মো. কামরুজ্জামান, ব্যবসায়ী প্রতিনিধি শহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।