যুক্তরাজ্যে ম্যানস ডাবল ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রিয়ান-শাহনুর

যুক্তরাজ্যের হাল নগরীতে অনুষ্ঠিত হয়েছে ম্যানস ডাবল ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫। এতে তিনটি ক্যাটাগরির মধ্যে এ অ্যান্ড সি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন রিয়ান ও শাহনুর। রানার্সআপ হন স্টিভ স্টিকল্যান্ড ও ইব্রাহীম খান।
মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে সি অ্যান্ড সি ক্যাটাগরিতে জয়নাল আহমেদ ও স্যামুয়েল চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হন জুলফিকার আর হোসাইন। এছাড়া ডি অ্যান্ড লোয়ার ডি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন ওয়াহিদ ও সারোয়ার। রানার্সআপ হন ফয়সল আহমদ ও আব্দুল্লাহ।
এর আগে, বেলা ১১টা থেকে চান্টারল্যার্ডের কিংসটন ব্যাডমিন্টন সেন্টারে এ টুর্নামেন্ট শুরু হয়। প্রতিযোগীদের দুর্দান্ত খেলায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
দুপুন দেড়টার দিকে আরেক ভ্যানু ইউনির্ভাসিটি অব হালের আলম স্পোর্টস সেন্টারে টুর্নামেন্টে যোগ দেন ৫৬ জুটি। হালের কিংস্টন ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে সহযোগিতা করেছে হাল সিটি কাউন্সিল।
হালের কিংসটন ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক হুমাযুন আহমেদ জানান, আইবিএফইউকের ক্যাটাগরিতে নগরীর দুটি ভ্যানুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ইউনিভার্সিটি অব হালের আলম স্পোর্টস সেন্টারে দুুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত সাড়ে ৮টা এবং বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত হাল ব্যাডমিন্টন সেন্টারে এ টুর্নামেন্ট চলে। এতে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টের প্রতি ম্যাচে আনন্দ-উচ্ছ্বাস ফুটে উঠেছে।
তিনি আরো জানান, এ টুর্নামেন্টে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জুটিকে পুরস্কার হিসেবে ৫০০ পাউন্ড ও ট্রফি, রানার্সআপ জুটি ২৫০ পাউন্ড ও ট্রফি এবং সেমিফাইনালে উত্তীর্ণ জুটি ট্রফি পেয়েছেন।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শ্যান ম্যকমারি, হাল সিটি কাউন্সিলের কাউন্সিলর আবু মন্নো সিং, শেখ আব্দুল্লাহ, শেখ আব্দুল হাফিজ, কিংসটন ব্যাডমিন্টন ক্লাব সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, জুম্মার হোসাইন, ওলি খান, দিলাল আহমেদ, হেলাল আহমেদ প্রমুখ।